২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৮:৫২:৩৬ অপরাহ্ন


ফাইনালে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২৪
ফাইনালে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ ছবি: সংগৃহীত


অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে পিছিয়ে আছে বাংলার মেয়েরা। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৪ মিনিটে মাঝ মাঠ থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান ভারতের আনুশকা কুমারিয়া। তার গোলে লিড পায় ভারত।

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। বেশ কিছু আক্রমণ করলেও গোল পেতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৪৩ মিনিটে কর্নার থেকে গোলের দারুণ সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা।