৪১তম ওভারের মাঝপথে হঠাৎ বিরতি। ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত দিলেন এনামুল হক। পানি নিয়ে এলেন দ্বাদশ খেলোয়াড়। তৃষ্ণা মেটালেন, গ্লাভসটা খুলে আবার ঠিকঠাক করে নিলেন। ১৮৪ রানে থাকা আবাহনী ব্যাটসম্যানের এই চেষ্টা ইনিংসের বাকি সময়টা শেষের ঝড় তোলার আগে নিজেকে প্রস্তুত করে নেওয়ার।
ওভারের পঞ্চম বলে প্রান্ত বদল করলেন মোহাম্মদ মিঠুন। স্ট্রাইকে এনামুল, দৌড়ে এলেন পেসার আসাদুজ্জামান পায়েল। তাঁর ফুল লেংথের ঠিকভাবে খেলা হলো না এনামুলের। জোরালো আবেদনে মাথা ঝাঁকালেন আম্পায়ার। ১৪২ বলের ইনিংসটা এনামুলের থামল ১৮৪ রানেই। মাত্র দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্বিশতকের রেকর্ড থেকে ১৬ রান দূরে থামলেন এনামুল।
এনামুলের সঙ্গে একটুর আক্ষেপ তাঁর দল আবাহনীরও। এনামুলের সঙ্গে বাকি ব্যাটসম্যানদের ছোট ছোট সব ইনিংসে শাইনপুকুরের বিপক্ষে বিকেএসপিতে ৩৮৮ রানের পাহাড়ে গড়েছে আবাহনী। লিস্ট ‘এ’তে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটা মাত্র ৫ রানের জন্য ভাঙা হয়নি আবাহনীর। ২০১৮ সালে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে বিকেএসপিতে ৩৯৩ রান তুলেছিল আবাহনীই।
বিস্তারিত আসছে...