২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৮:১৭:২৮ পূর্বাহ্ন


ফেসবুকে পিস্তলের ছবি দেয়ার পর যুবদল কর্মী গ্রেফতার, অস্ত্র জব্দ
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২৩
ফেসবুকে পিস্তলের ছবি দেয়ার পর যুবদল কর্মী গ্রেফতার, অস্ত্র জব্দ ফেসবুকে পিস্তলের ছবি দেয়ার পর যুবদল কর্মী রাসেলকে গ্রেফতার। ছবি: সময় সংবাদ


ফেনীর সোনাগাজীতে ফেসবুকে পিস্তলের ছবি দেয়ার পর রাসেল (৩৬) নামে যুবদলের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক জব্দের দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের উপজেলার সওদাগর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাসেল চর চান্দিয়া ইউনিয়নের পশ্চিম চর চান্দিয়া এলাকার মফিজুর রহমানের ছেলে এবং স্থানীয় যুবদল কর্মী।

পুলিশ জানায়, গত ২২ আগস্ট রাসেল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনটি পিস্তলের ছবি দিয়ে ‘যুদ্ধের জন্য অস্ত্র হাতে তোলা অপরাধ নয়’ লিখে একটি পোস্ট দেন। এর প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার সকালে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের উপজেলার সওদাগর হাট এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল মান্নান বাদী হয়ে রাসেলকে আসামি করে থানায় অস্ত্র আইনে মামলা করেন।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. হাসান ইমাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।