রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল পৌনে ৫ টায় বোয়ালিয়া থানার সোনাদিঘী মোড় এলাকা থেকে রাব্বিকে ১০০ পিস ইয়াবাসহ ও রাত ১০ টায় রাজপাড়া থানার কেশবপুর এলাকা থেকে রুবেলকে ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ রাব্বি খাঁ (৩০), সে মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার মোঃ খোরশেদ আলী খোকনের ছেলে ও মোঃ রুবেল ইসলাম(২২), সে দামকুড়া থানার ফেরতাপাড়া (ধুতরাবন) এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্যই তাদের কাছে রেখেছিলো।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।