২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৬:৪৪:৩৫ অপরাহ্ন


পুঠিয়ায় হয়ে গেলো ৮ম কাব ক্যাম্পুরী’র সমাপনী অনুষ্ঠান!
পুঠিয়া প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৪
পুঠিয়ায় হয়ে গেলো ৮ম কাব ক্যাম্পুরী’র সমাপনী অনুষ্ঠান! পুঠিয়ায় হয়ে গেলো ৮ম কাব ক্যাম্পুরী’র সমাপনী অনুষ্ঠান!


“স্কাউটিং করব, নতুন বাংলাদেশ গড়ব’’ স্লোগানে রাজশাহীর পুঠিয়ায় ৮ম কাব ক্যাম্পুরী-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান (মহাতাবু জলসা) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুঠিয়া পরেশ নারায়ন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়। 

৮ম কাব ক্যাম্পুরী চীফ ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. নূর হোসেন নির্ঝর এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

এ সময় প্রধান অতিথি বলেন, পড়ালেখার পাশাপাশি স্কাউটিং শিশু-কিশোরদের মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। শিক্ষার্থীদের এমন স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়া জরুরি। এমন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলে মাদক ও অন্যান্য খারাপ কাজ থেকেও দূরে থাকবে আমাদের শিক্ষার্থীরা। মানবিক গুণসম্পন্ন শিক্ষার্থীরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার এ. কে. এম আনোয়ার হোসেন, রাজশাহী অঞ্চল পরিচালক সত্য রঞ্জন বর্মন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার সম্পাদক মতিউর রহমান মুন্না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক এবং পুঠিয়া পরেশ নারায়ন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত সরকার প্রমুখ।

সমাবেশে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১৬ টি স্কাউট দল অংশগ্রহণ করে। মহাতাবু জলসা সমাপনীর পূর্বে অতিথিবৃন্দ স্কাউটারদের বিভিন্ন দৃষ্টি নন্দন পরিবেশনা উপভোগ করেন।