০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৪৪:২৭ পূর্বাহ্ন


পাবনায় গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ২
Rajshahir Somoy Desk
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২২
পাবনায় গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ২ পাবনায় গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ২


আবু হেনা : পাবনা সদরে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পাবনা সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: পাবনা জেলার পাবনা সদর থানাধীন নয়নামতি পৈলানপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত সোবহান প্রামাণিকের ছেলে মোঃ মাসুদ প্রামাণিক (৩৫) ও বাবুলচড়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ আলতাফ হোসেন (৩৫)।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।