০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪৭:০৬ পূর্বাহ্ন


পুঠিয়ায় বিআরটিসি বাসের চাপায় নারী নিহত!
পুঠিয়া প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৪
পুঠিয়ায় বিআরটিসি বাসের চাপায় নারী নিহত! ফাইল ফটো


ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় বিআরটিসি বাসের চাপায় ভ্যানের যাত্রী মাজেদা বেগম (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোপালহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী।

আহতরা হলেন- রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আ. রশিদের ছেলে ভ্যান চালক রসুল (৩০), একই উপজেলার দইপাড়া গ্রামের বেলাল হোসেনের স্ত্রী জীম খাতুন (১৮), রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৬)।

শিবপুর হাট অবস্থিত পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোর গামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৪৩) এর চাপায় ভ্যানে থাকা একজন মহিলা যাত্রী ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। এ দূর্ঘটনায় ভ্যান চালকসহ আরো তিনজন আহত হয়। পুঠিয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।