রাজশাহী মহানগরীতে জাল টাকাসহ মো: রাজন আহমেদ (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ২টায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তার মো: রাজন আহমেদ (২২) রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর এলাকার মো: রেজাউল করিমের ছেলে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় কয়েকজন জাল টাকাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত পোনে ২টায় সেখানে অভিযান চালিয়ে মো: রাজন আহমেদকে গ্রেপ্তার করা হয়। এসময় দুইজন কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার রাজনের কাছ থেকে ৫০ হাজার জাল টাকা উদ্ধার হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি জানায় তাঁরা দীর্ঘদিন যাবৎ মহানগরীর বিভিন্ন এলাকায় অসাধু লোকজনের কাছে জাল নোট বিক্রয় করে আসছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি'র দামকুড়া থানায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।