০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৫০:২৮ পূর্বাহ্ন


চা শ্রমিকের বেশে দুই অধিনায়ক
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৪
চা শ্রমিকের বেশে দুই অধিনায়ক চা শ্রমিকের বেশে দুই অধিনায়কের ফটোসেশন। ছবি বিসিবির সৌজন্যে


মূলধারার জনগোষ্ঠীর তুলনায় চা–শ্রমিকদের জীবনমান অনেক পিছিয়ে। বছরের পর বছর চা প্রিয় বাঙালির তৃষ্ণা মিটিয়েও ন্যায্য মজুরি মেলে না নিরীহ চা শ্রমিকদের। এবার সেই চা শ্রমিকের বেশে হাজির হলেন বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ১৭০ বছরের পুরোনো সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক।

সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর ও তৃতীয় তথা সিরিজের সর্বশেষ ম্যাচ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী আয়ারল্যান্ড।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।

রিজার্ভ- দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।