লেডি ফিটনেস কোচ হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন ২২ বছর বয়সী এক যুবক। পুদুচেরি পুলিশ গ্রেফতার করেছে তাকে। আধিকারিকরা জানিয়েছেন ওই যুবক মহিলা ক্লায়েন্টদের বলতেন তাঁদের নগ্ন ছবি ইনস্টাগ্রামে পাঠাতে। যাতে তিনি বডি ফিটনেস নিয়ে টিপস দিতে পারেন। এরপরই সেই নগ্ন ছবিকে ঘিরে তিনি নানাভাবে প্রতারণার ফাঁদ পাততেন। তাদেরকে নানাভাবে তিনি হুমকি দিতেন বলে অভিযোগ।
পুদুচেরির মুথিয়ালপেট এলাকার বাসিন্দা ধিবাগর। পুলিশ গ্রেফতার করেছে তাকে। সে একটি বেসরকারি ফার্মা কোম্পানিতে কাজ করত। তার কাছ থেকে ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই ফোনে অন্তত ১০টি নগ্ন ভিডিয়ো পেয়েছে পুলিশ। এক আধিকারিক জানিয়েছেন, মহিলাদের কাছ থেকে এই ধরনের অভিযোগ পেলে পুলিশ নতুন করে মামলা করবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। সেখানে তিনি ফিটনেস সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দিতেন। সেখানে নানা মহিলাদের প্রশ্নের উত্তর দিতেন তিনি। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি মহিলাদের নগ্ন ছবি চাইতেন। কিন্তু তিনি নিজেকে মহিলা বলেই দাবি করতেন। এদিকে মহিলারাও বিষয়টি বুঝতে না পেরে তাকে নগ্ন ভিডিয়ো দিয়ে দিতেন। তারপরই শুরু হত আসল খেলা।
এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই অভিযুক্ত যুবক নিজেকে মহিলা ফিটনেস ইনস্ট্রাকটর বলে দাবি করতেন। এরপর তিনি ইনস্টাগ্রামে নানা প্রশ্নের উত্তর দিতেন। সেই সঙ্গেই তিনি বডি ফিটনেস সম্পর্কে নানা টিপস দেওয়ার জন্য তিনি সেই মহিলাদের নগ্ন ছবি চাইতেন। এরপর মহিলারা বিশ্বাস করে তাঁদের নগ্ন ছবি পাঠিয়ে দিতেন। এরপর কিছুদিনের মধ্যেই অন্য একটি অ্য়াকাউন্ট থেকে ওই মহিলাদের ফের সেই নগ্ন ছবি পাঠিয়ে তিনি নানা ভাবে চাপে রাখার চেষ্টা করতেন। এরপর তিনি চাপ দিয়ে বলতেন তার সঙ্গে নগ্ন হয়ে ভিডিয়ো কল না করলে তিনি সেই নগ্ন ভিডিয়ো বাইরে ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন।
এদিকে সম্প্রতি স্থানীয় এক বাসিন্দা এনিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তারপরেই পুলিশ নড়েচড়ে বসে। তাকে গ্রেফতার করা হয়। পুদুচেরি পুলিশ অনুরোধ করেছে অচেনা কাউকে নগ্ন ছবি পাঠাবেন না। এতে সমস্যা হতে পারে।