চাঁপাইনবাবগঞ্জে তিন লক্ষ পঁচানব্বই হাজার ভারতীয় জাল রুপীসহ মোঃ জসীম (২৮) নামের একজন জাল নোট কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানাধীন বরেন্দ্রমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।
গ্রেফতার মোঃ জসীম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার শিংনগর গ্রামের মৃত চাঁন মোহাম্মদের ছেলে।
মঙ্গলবার র্যাব--৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন বরেন্দ্রমোড় এলাকাস্থ জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস অফিসের পশ্চিম পার্শ্বে গেটের সামনে ১জন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করিতেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জসীম নামের এক ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃত জাল নোট কারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
রাজশাহীর সময় / এফ কে