তেলেঙ্গানায় ধরা পড়ল দেশের অন্যতম বড় অনলাইন সেক্স ব়্যাকেট। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে দেহব্যবসায় জড়িত দেহ ভারতের বিভিন্ন রাজ্যের ১৪ হাজার ১৯০ জন মহিলাকে। ঘটনায় একাধিক দালাল সহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এই অভিযানের নেপথ্যে ছিল সাইবারাবাদ পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং বিভাগ, অন্য স্পেশ্যাল অপারেশন টিম এবং স্থানীয় থানা। সাইবারাবাদ পুলিশের কমিশনার স্টিফেন রবীন্দ্র জানিয়েছেন, বিভিন্ন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এবং অ্যাপের সাহায্যে অনলাইন এবং অফলাইনে দেহব্যবসা চালানো হচ্ছিল। তদন্তে জানা গেছে, শহরের ২০টি হোটেল, এবং অগুণতি ওয়ো রুমের মাধ্যমে ব্যবস্থা চালানো হচ্ছিল। হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা চালাত তারা। দেহব্যবসায় জড়িত তরুণী এবং খরিদ্দারদের থাকা এবং খাওয়ার ব্যবস্থাও করা হত ওইভাবেই।
ঘটনায় মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ৩৯টি মামলা রুজু করা হয়েছে। তাদের মোবাইল এবং গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে শহরের একটি নামী হোটেলের এক ম্যানেজারও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।