২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:০৮:৫১ অপরাহ্ন


জয়পুরহাটে বিজিবি সদস্যের ‘গুলিবিদ্ধ’ লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
জয়পুরহাটে বিজিবি সদস্যের ‘গুলিবিদ্ধ’ লাশ উদ্ধার ফাইল ফটো


জয়পুরহাটে এক বিজিবি সদস্যের ‘গুলিবিদ্ধ’ হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

নিহত নেপাল দাস (৩৫) জয়পুরহাট ২০ বিজিবির সিপাহী এবং ফরিদপুরের মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে।

জেলার গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিন পাঁচবিবি বিশেষ ক্যাম্পে দায়িত্বরত সদস্য নেপাল দাস গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখেন বিজিবি’র অন্যান্য সদস্যরা। পরে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিপাহী নেপালকে মৃত ঘোষণা করেন। 

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জানান, নেপাল দাসের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। লাশের ডান পিঠ ও হাতে গুলির চিহ্ন পাওয়া গেছে। 

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন নিহত সিপাহী নেপাল দাসের সুরতহাল রিপোর্ট করেছেন। 

এবিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।