ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অর্থের অপচয় যা সর্বজন স্বীকৃত। সরকার জনস্বার্থে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন করেছে যার সুফল অধূমপায়ীরা পাচ্ছে। ধূমপান একটা আসক্তি যা ছেড়ে দেওয়া ইচ্ছা শক্তির ব্যাপার হলেও সহজে ছাড়া যায় না। সে ক্ষেত্রে ধূমপান করার মাত্রা কমানোর মাধ্যমে এক সময় ছেড়ে দেওয়া বা না করার একটা মাধ্যম হতে পারে।
ধূমপান কমিয়ে যে টাকা বেঁচে যাচ্ছে তা দিয়ে যদি ক্ষুধার্তকে আহার করানো যায় সেই অভিষ্ট লক্ষ্য নিয়ে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন ষ্টেশনে সাফ‘র আয়োজনে “প্রতিদিন একটি সিগারেট কম খেয়ে ক্ষুধার্তকে আহার প্রদান” কর্মসূচীর উদ্বোধন করেন পোড়াদহ রেলওয়ে থানার ওসি জনাব মো: মনজের আলী।
এসময় উপস্থিত ছিলেন সাফ‘র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাক, শামীম মটরস‘র মালিক শামীম আহাম্মেদ, গৃহশয্যার মালিক নাজির উদ্দীন প্রমুখ। মীর আব্দুর রাজ্জাক বলেন, ধূমপায়ীগণ যদি মনে করেন নিজের একটি ক্ষতিকর অভ্যাসকে কমানোর মাধ্যমে অন্নহীন ব্যক্তিদের নিজের হাতে একবেলা আহার করানোর অভ্যাস করবো, ক্ষুধার্তকে খাওয়ানোর ব্যবস্থা করে তাদের মুখে হাসি ফুটাবো তা সম্ভব। ষ্টেশন, টার্মিনাল ও ভবঘুরে-পাগল পথিকদের নিজ হাতে খাওয়ানোর অভ্যাসের মাধ্যমে নিজের ক্ষতিকর বদাভ্যাসটিও একসময় ত্যাগ করবেন এটাই আমাদের প্রত্যাশা।
রাজশাহীর সময় /এএইচ