২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:২৫:৩৯ অপরাহ্ন


বিশ্বের আইটি সংস্থাদের মধ্যে দ্বিতীয় স্থানে টিসিএস
শ্বেতা আলম
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২২
বিশ্বের আইটি সংস্থাদের মধ্যে দ্বিতীয় স্থানে টিসিএস ফাইল ফটো


টাটা কনসালটেন্সি সার্ভিস বিশ্বব্যাপী আইটি পরিষেবাদাতাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ব্র্যান্ড ফাইন্যান্স অনুসারে, আরও চারটি ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে শীর্ষ ২৫টি আইটি পরিষেবা ব্র্যান্ডের মধ্যে। প্রতিবেদন অনুসারে, বিশ্বের আইটি সেক্টরদের মধ্যে অন্যতম আইটি পরিষেবা সংস্থা হিসেবে রয়েছে Accenture.

এই সব সংস্থা ছাড়াও ১৫ তম স্থানে রয়েছে টেক মহিন্দ্রা। গত দু বছরে ব্র‍্যান্ড ভ্যালু ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ব্র‍্যান্ড ভ্যালু।

এইচসিএল বিশ্বব্যাপী সবচেয়ে মূল্যবান আইটি পরিষেবা ব্র্যান্ডের সারিতে অষ্টম স্থানে রয়েছে। এইচসিএল - যা টেলিযোগাযোগ, প্রযুক্তি সহ বিভিন্ন সেক্টরে ৫৮টি প্রজেক্ট লঞ্চ করেছে। বিগত বছরে ব্র্যান্ড মূল্যে ১০ শতাংশ বৃদ্ধি হয়েছে।

ভারতীয় সংস্থাদের মধ্যে সপ্তম স্থানে রয়েছে উইপ্রো। ব্র‍্যান্ড ভ্যালু এবং পারফরম্যান্সের জেরে এই স্থান দখল করে রেখেছে। বেঙ্গালুরু-ভিত্তিক সংগঠনটির ব্র্যান্ড মূল্য ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার রয়েছে যা আগের বছরের থেকে ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইনফোসিস রয়েছে তৃতীয় স্থানে। গত বছর থেকে ৫২ শতাংশ এবং ২০২০ সাল থেকে ৮০ শতাংশ বৃদ্ধি হয়েছে। যার ব্র‍্যান্ড ভ্যালু মার্কিন ডলার ১২.৮ বিলিয়ন ডলার। সূত্র: জি নিউজ

রাজশাহীর সময় / এফ কে