০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:৪৪:৫৫ অপরাহ্ন


ভিডিও কলিংয়ের জন্য নয়া ফিচার আনল WhatsApp
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২৪
ভিডিও কলিংয়ের জন্য নয়া ফিচার আনল WhatsApp ফাইল ফটো


ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিত্যনতুন ফিচার যোগ করে। ভিডিও কলিংয়ের সময় ব্যবহারকারীদের নতুন সুবিধা দিতে নতুন আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। এবার ভিডিও কলিংয়ের সময় ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে লো লাইট মোড ব্যবহার করতে পারবেন। এই নয়া ফিচারের সাহায্যে কম আলোতেও ভালো ভাবে ভিডিও কলিংয়ের সুবিধা মিলবে।

কম আলোয় ভিডিও কলিংয়ের সময় সাধারণত ভিডিওর গ্রেনিনেস বেড়ে যায়। ফলে ভিডিও হেজি বা ঝিরিঝিরে অস্পষ্ট দেখায়। কিন্তু হোয়াটসঅ্যাপের লো ভিডিও মোডে ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে। ফলে ভিডিও অস্পষ্ট হবে না।

(১) হোয়াটসঅ্যাপ চালু করুন।

(২) ভিডিও কলিং করুন।

(৩) ভিডিও ফুল স্ক্রিন করে নিন।

(৪) ডানদিকের ওপরে বালব্‌ আইকন ট্যাপ করে লো লাইট মোড চালু করুন। এই মোড বন্ধ করতে আবার বালব্‌ আইকন ট্যাপ করুন।

স্থায়ী ভাবে ভিডিও কলিংয়ের সময় লো লাইট মোড চালু করে রাখার সুবিধা নেই। বারবার চালু করতে হবে এই অপশন। হোয়াটসঅ্যাপের উইন্ডোজ ভার্সানে এই সুবিধা না থাকলেও আইওএস আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে লো লাইট ভিডিও কলিংয়ের মোড চালু হয়েছে।