সিরাজগঞ্জে ৩০.৫ কেজি গাঁজা এবং ২৮ বোতল ফেন্সিডিলসহ নারীসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত পোনে ৯টা হতে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল পোনে ৯টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর ও সলঙ্গা থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ হতে ৩০.৫(ত্রিশ দশমিক পাঁচ) কেজি গাঁজা, ২৮(আঠাশ) বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল ফোন ও ১টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: চট্টগ্রাম জেলার বুজপুর থানাধীন হলুদিয়া সৈনিক পাড়া গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন বরলাম পুর আলম পাড়া গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম (২২) ও দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন দক্ষিন বাসুদেব পুর পুকুর পাড়া গ্রামের জয়ের স্ত্রী মোছাঃ লতিফ বেগম (২৩)।
অভিযান দু’টি পরিচালনা করেন র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান,অর্ডন্যান্স এবং এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৯(গ) ও ৩৬(১) এর সারণীর ১৪(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা ও সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর সময় /এএইচ