গত কয়েকদিন দেশব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে। কমেছে সারাদেশের তাপমাত্রাও। যদিও কয়েকটি জেলার ওপর তাপদাহ বয়ে যাচ্ছে।
রোববার (১ মে) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা আছে। সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে তাপমাত্রা কমবে। ফলে গরমের প্রভাব আরও কমে আসবে।’
এছাড়া সন্দীপ, সীতাকুণ্ড, রাঙামাটিতে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকা, ফরিদপুরেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ঢাকার চেয়ে ফরিদপুরে বেশি বৃষ্টিপাত হবে বলেও জানানো হয়।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকায় বৃষ্টিসহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা হয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনাও আছে।
এর আগে অবশ্য ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন বেশি বৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছিল আবহাওয়া অফিসের পক্ষ থেকে। যেটা এখনও বলবৎ আছে। আগামী ৪ মে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে বলেও জানানো হয়েছিল।
এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
রাজশাহীর সময় / জি আর