২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:০৫:৫৯ অপরাহ্ন


বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়া আর বৃষ্টি
আবহাওয়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৯-২০২৪
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়া আর বৃষ্টি বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়া আর বৃষ্টি


বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত।এরইমধ্যে, কক্সবাজার ও চট্টগ্রামের নীচু এলাকাগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। 

আবহাওয়া অধিদফতরের সবশেষ পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদীবন্দরগুলোয় দেয়া হয়েছে ১ নম্বর সংকেত।

বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়।