২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪১:০৮ অপরাহ্ন


গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাবে আরো ৫০টি পরিবার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৫-০৪-২০২২
গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাবে আরো ৫০টি পরিবার গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাবে আরো ৫০টি পরিবার


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন রবিবার বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আশ্রায়ন প্রকল্প নিয়ে এক প্রেস ব্রিফিং করেছেন।

আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও বাড়ি হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠান হবে সে সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার জন্য এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ।

ওইদিন সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের ন্যায় গোমস্তাপুর উপজেলার ভূমিহীনদের মাঝে ঈদ উপহার হিসেবে ৫০টি  বাড়ি ও জমির দলিল হস্তান্তর করবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)হাবিবুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রিপোর্টার্স ক্লাবের  সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

রাজশাহীর সময় / জি আর