সিরাজগঞ্জের সদরে ৫০ পিস ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল পোনে ৪টা হতে রাত পোনে ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন রঘুনাথ পুর গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে মোঃ আতিক হাসান (২৫), সাহেদ নগর ব্যাপারী পাড়া গ্রামের মোঃ বাবুল সরকারের ছেলে মোঃ হাসান সরকার (২৮) ও হোসেন পুর খলিফা পাড়া গ্রামের মৃত চান্দু আলীর ছেলে মোঃ আবুল কালাম (৩৫)।
অভিযান পরিচালনা করেন র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ও ৩৬(১) এর সারণীর ১৪(ক)/৪১ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর সময় /এএইচ