২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৩৯:৫০ অপরাহ্ন


আদালতের একই কাঠগড়ায় সালমান-আনিসুল-দীপু মনিরা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
আদালতের একই কাঠগড়ায় সালমান-আনিসুল-দীপু মনিরা ছবি: সংগৃহীত


কারাগারে থাকা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী-উপমন্ত্রী ও হাইপ্রোফাইল নেতাদের মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। নতুন করে রিমান্ড শুনানিসহ নতুন মামলায় আদালতে তোলা হয় তাদের।

বুধবার (২০ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারের কার্যক্রম শুরু হলে একে একে আদালতের কাঠগড়ায় আনা হয় আওয়ামী লীগের এই হাইপ্রোফাইল নেতাদের।

শুনানির সময় আদালতকক্ষের কাঠগড়ায় একটানা ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, শাজাহান খান, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহমেদ পলক ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে। তাদের সঙ্গে দেখা গেছে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকেও।

আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে ভোলার চরফ্যাশনের সাবেক এমপি উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যথাক্রমে  তিন দিন ও পাঁচ দিন  রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

আনিসুলের বিরুদ্ধে মোট ৫৫টি মামলা হয়েছে। ৭টি মামলায় এখন পর্যন্ত তার মোট ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।