রাজশাহীর মোহনপুর উপজেলার একদিল তলা হাটের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বিপরীত মুখ থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বগুড়া আদমদিঘী উপজেলার গোড়গ্রামের আব্দুল খালেকের ছেলে সান্তাহার জি এম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনিও এক মোটরসাইকেলের যাত্রী ছিলেন। নিহত আব্দুর রহিমের সাথে থাকা রফিকুল ইসলাম আহত হয়েছেন। আহত রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুর ২ টার সময় এ ঘটনা ঘটে। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত চিকিৎসক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত রফিকুল ইসলাম জানান, জিএম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।রোববার ঐ এলাকার ছয়জন শিক্ষক রাজশাহী শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কাজে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি স্পটে নিহত হয়েছেন বলে জানান তিনি।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত হন। এ বিষয়ে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।