২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৫৭:৪৩ অপরাহ্ন


মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২৪
মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩


রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিরগত রাত থেকে শুরু করে রবিবার ভোর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৪ জন, অন্যান্য অপরাধে ১৫ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সোহাগ ও মোঃ জুলহাস মিয়া। সোহাগ রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মোঃ মুন্নার ছেলে ও জুলহাস আসাম কলোনীর বউ বাজার এলাকার মোঃ চুন্নু মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।