২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৫৬:২৬ অপরাহ্ন


দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ সভাপতি-সহ ৩ কর্মী কারাগারে
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৪
দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ সভাপতি-সহ ৩ কর্মী কারাগারে দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ সভাপতি-সহ ৩ কর্মী কারাগারে


রাজশাহীর দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খানসহ (৩০) তিনজনকে গ্রেফতার করে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে দুর্গাপুর উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী।

গ্রেফতারকৃত অপর দুজন হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ কর্মী পলাশবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেন (৪০) ও পালিবাজার গ্রামের জমসেদ আলী (৩৮।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুর্গাপুর উপজেলা সভাপতি শাকিল খানসহ তিনজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলায় শুক্রবার বিকেলে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে এই মামলার অন্য আাসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।