২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:১৫:১৭ অপরাহ্ন


আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৪
আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ায় কিশোরীর আত্মহত্যা


নওগাঁর রাণীনগরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ায় লজ্জায় আত্মহত্যা করেছে এক কিশোরী। সোমবার রাতে উপজেলার মালশন গ্রামে এ ঘটনা ঘটে। সাবেক স্বামী হেলাল উদ্দীন কয়েক মাস ধরে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।


অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলার আঁকনা গ্রামের মকলেছুর রহমান সরদারের ছেলে মালয়েশিয়াপ্রবাসী হেলাল সরদারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ১৭ বছর বয়সী ওই কিশোরীর। বিয়ের এক মাস পর হেলাল বিদেশ চলে যায়। তার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে হেলাল। পারিবারিক কলহের কারণে গত ৭ জুলাই তাদের বিচ্ছেদ হয়। এর পর থেকে বিদেশে থেকেই হেলাল ভুয়া আইডি খুলে ধারণ করা ছবি ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে থাকে। পাশাপাশি কিশোরীকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য লোকজনকে জানানো হয়। চার দিন আগেও এমন ভিডিও কিশোরীর কাছে পাঠায়। এ সময় তার জীবন অতিষ্ঠ করা হবে বলেও হুমকি দেওয়া হয়। সোমবার রাত ৮টার দিকে বিষপান করে কিশোরী। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে রাত ২টার দিকে মারা যায়।


কিশোরীর বাবা বলেন, আমার মেয়েকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠায় হেলাল। সে ভয়ভীতি ও হুমকি দিয়ে বলত, ‘তোর জীবন শেষ করে দেবো।’ অপমান ও অভিমানে মেয়েটা শেষ পর্যন্ত পৃথিবী থেকেই বিদায় নিল। হেলালের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় মামলা করব।


বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ফেসবুকে আপত্তিকর ছবি বা ভিডিও ছাড়া হচ্ছে– এমনটি মিমের বাবা মৌখিকভাবে জানিয়েছিলেন। সে সময় হেলালের পরিবারকে ডেকে সাবধান করা হয়।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।