১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৫:১০:৩৪ পূর্বাহ্ন


পত্নীতলায় সেমিনার ও প্রশিক্ষন অনুষ্ঠিত
আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ১৪-১১-২০২৪
পত্নীতলায় সেমিনার ও প্রশিক্ষন অনুষ্ঠিত পত্নীতলায় সেমিনার ও প্রশিক্ষন অনুষ্ঠিত


পত্নীতলায় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে মোবাইল ব্যাংকিং (নগদ) এর মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সকল ভাতার অর্থ পরিশোধ “সম্ভাবনা, সমস্যা ও প্রতিকার” বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধক হিসাবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয় নওগাঁর উপ-পরিচালক নূর মোহাম্মদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন, জেলা সমাজ সেবা কার্যালয় নওগাঁর সহকারি পরিচালক মোহতাছির বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার রজত কুমার গোস্সামি, অন্যান্য কর্মকর্তা, প্রশিক্ষনার্থী, সাংবাদিক, সুধীজন প্রমূখ।

সেমিনার শেষে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রমে সম্পাদিকাদের জোড়দার করনে উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।