১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৮:০৩:৪৩ পূর্বাহ্ন


খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৪
খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


খুলনার বড়বাজার সংলগ্ন স্টেশন রোড এলাকায় একটি পাটের বস্তার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোডে পাটের তৈরি বস্তা রাখার একটি গোডাউনে ধোঁয়া দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা (রাত পৌনে ১২টা) পর্যন্ত দমকল বাহিনীর সাতটি ইউনিট, স্থানীয় জনতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।