২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:১৮:২৮ অপরাহ্ন


ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের সাথে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩
ঈশ্বরদী প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৪
ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের সাথে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের সাথে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩


ঈশ্বরদী-পাবনা সড়কের আহত আহাদ আলী(১৮)পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে।

সে পাবনার আতাইকুলা থানার বনগ্রাম পদ্ম বিল এলাকার সেলিম হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে কালিকাপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আশিক হোসেন(১৭) সে ওই গ্রামের হয় বনগ্রামের আলহাজ্ব খানের ছেলে ও শাকিব হাসান(১৭) সে একই গ্রামের ফারুক হোসেনের ছেলে । এই নিয়ে একই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ জন। 

প্রত্যাক্ষদর্শীরা জানায়, নিহত ও আহতরা সবাই সাঁথিয়ার মিয়াপুর হাজি জসিম উদ্দিন হাইস্কুলের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী। টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় ৯ বন্ধু মোটরসাইকেল নিয়ে পাকশীতে বেড়াতে যাচ্ছিল। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারনে ঈশ্বরদীর কালিকাপুরে একটি কাভার্ড ভ্যানের সাথে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২জন ও হাসপাতালে ১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে পাকশী হাইওয়ে থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে।