০৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৩৭:৪৬ পূর্বাহ্ন


ভাঙ্গুড়ায় পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু
ভাঙ্গুরা (পাবনা) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
ভাঙ্গুড়ায় পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু ভাঙ্গুড়ায় পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু


ফরিদপুর জেলা থেকে নানার বাড়ি বেড়াতে এসে পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীতে ডুবে নিখোঁজ শিশু, উদ্ধার পরবর্তী মৃত পাবনা জেলার ভাঙ্গুড়া পৌরসভার কলেজপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা ফরিদপুর জেলার ৪ বছর বয়সী এক শিশু বড়াল নদীতে ডুবে নিখোঁজ হয়। শিশুটির বাবার নাম সবুজ এবং নানার নাম খোকন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি নানার বাড়িতে এসে খেলাধুলা করছিল। খেলার সময় হঠাৎ করে সে নদীর পাড়ে চলে যায় এবং সেখানেই পানিতে পড়ে যায়। নদীতে তীব্র স্রোতের কারণে শিশুটি দ্রুত ভেসে যায় এবং মুহূর্তেই ডুবে নিখোঁজ হয়।  

ঘটনার পরপরই ভাঙ্গুড়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে শিশুটির লাশ উদ্ধার করা হয় পরের দিন বুধবার সকালে।  

সকাল ৮টায় প্রায় দুই কিলোমিটার দূরে কলেজপাড়া থেকে জগতলা নদীর পাড়ে শিশুটির মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।  

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।