২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:০২:৫১ অপরাহ্ন


ভাঙ্গুড়ায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা অনুষ্ঠান
মো:রায়হান আলী ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৪
ভাঙ্গুড়ায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা অনুষ্ঠান ভাঙ্গুড়ায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা অনুষ্ঠান


পাবনার ভাঙ্গুড়ায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি'র অন্তর্গত ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার এস আর পাড়ায় প্রিজম প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই সমাজের বিত্তবান শ্রেণিকে শিক্ষার মান উন্নয়নসহ মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও উৎসাহ প্রদানে এগিয়ে আসতে হবে।

এ সময় ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহবায়ক মাহবুব উল আলম, সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান শাহীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ূন আহমেদ মুন, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টু, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।