২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৩০:৩৪ অপরাহ্ন


রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে আজও জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৪-১০-২০২৪
রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে আজও জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে আজও জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা


রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে আজও বঙ্গভবনের সামনের সড়কে বিক্ষিপ্তভাবে জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভকারীরা অবস্থান করলেও দুপুরের বৈরী আবহাওয়ার কারণে চলে গেছেন সবাই।   

সকাল থেকে দেখা যায়- পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন। 

যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বঙ্গভবনের সামনের সড়কে কঠোর নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করা হয়েছে।

গত দুই দিন বিক্ষোভ চলাকালে উত্তেজনাকর পরিস্থিতি থাকায় বঙ্গভবন ঘিরে চার স্তরের ব্যারিকেড ছাড়াও তিন স্তরের কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে।