১৯ অক্টোবর ২০২৪, শনিবার, ০১:২৬:২৫ পূর্বাহ্ন


নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন
অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২৪
নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন


নওগাঁয় ছোট যমুনা নদীতে নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজার দশমীতে প্রতিমা বিসর্জনের উৎসবে দুই শতাধিক যান্ত্রিক নৌকা অংশ নেয়। প্রতিমা বিসর্জন ঘিরে নৌকা শোভাযাত্রা দেখতে ছোট যমুনা নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিবছরের ন্যায় এবারেও দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নওগাঁ শহরের মাঝ দিয়ে যাওয়া ছোট যমুনা নদীতে এমন নৌকা শোভাযাত্রার আয়োজন করা হয়। নওগাঁ শহরের লিটন বিজিবি ব্রিজ থেকে পালপাড়া ব্রিজ ও বিজিবি ব্রিজ

পর্যন্ত নদীর বুকে অনুমানিক ৪ কিলোমিটার অংশ জুড়ে প্রতিমাবাহী, পারিবারিক ও বিভিন্ন সংগঠনের দুই শতাধিক নৌকা আলোক সজ্জায়

শোভাযাত্রায় অংশ নেয়। জেলা প্রশাসন ও পুলিশ সুপারের পক্ষে ছোট যমুনা নদীতে নৌকা শোভাযাত্রা মনিটরিং করা হয়। বিকেল ৩টার পর থেকে নদীর বুকে ছুটে চলা নৌকায় ঢাকের শব্দ এবং মাইকের গানের আওয়াজে মুখরিত হয়ে উঠে তিন কিলোমিটার এলাকা। নদীর দু’পাড়ে দাঁড়িয়ে সব ধর্মের নারী-পুরুষ, শিশু, কিশোর এ দৃশ্য উপভোগ করেন। নৌ শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ছোট যুমনা নদীর দহের ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।