২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৩৮:৩২ অপরাহ্ন


নওগাঁয় টাস্কফোর্স অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা
অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২৪
নওগাঁয় টাস্কফোর্স অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা নওগাঁয় টাস্কফোর্স অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা


নওগাঁয় বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স এর অভিযানে ৭জন ব্যবসায়ীকে ৫ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে। সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নওগাঁ মুক্তির মোড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বাজার মনিটরিংয়ে নেতৃত্বদেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান উদ্দিন। 

এসময় নিত্যপণ্যের মধ্যে সবজি, চাল, মাছ, ডিম ও মুরগি এবং মাংস বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।

এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম রেজা সজীব মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি প্রতিষ্ঠানকে ১,৩০০ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করেন। একই সময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্স কমিটির  সদস্য সচিব মোঃ রুবেল আহমেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৪ টি প্রতিষ্ঠানকে ৪,৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।