১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:০২:৫১ পূর্বাহ্ন


গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: জ্বালানি উপদেষ্টা
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২৪
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: জ্বালানি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: জ্বালানি উপদেষ্টা


গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এমনটি বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রদের দেখতে ও তাদের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ নিতে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় পঙ্গু হাসপাতালে আসেন জ্বালানি উপদেষ্টা। এসময় আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরতদের নির্দেশ দেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, স্বাধীন দেশে সাধারণ জনগণের ওপর মারণাস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম যারা আহত বা নিহত হয়েছেন, তালিকা করে তাদের সহায়তায় কাজ করার আশ্বাসও দেন তিনি।

এছাড়া, আহতদের চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে ফাউন্ডেশন করে সহায়তা করা হবে বলেও জানান ফাওজুল কবির।