১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:১৬:০৯ পূর্বাহ্ন


ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের অপসারণের দাবিতে মানববন্ধন
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৪
ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের অপসারণের দাবিতে মানববন্ধন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের অপসারণের দাবিতে মানববন্ধন


পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নানের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্প অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ৯ জন ইউপি সদস্যসহ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাদাৎ হোসেন, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিব হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাবাজ উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ আরজু খান, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ উদ্দিন (রিপন), সংরক্ষিত ইউপি নারী সদস্য মোছা. বীথি খাতুন (১,২,৩), সংরক্ষিত ইউপি নারী সদস্য মোছা. সেফালী খাতুনসহ (৪,৫,৬) এলাকার স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।