৩০ জুন ২০২৪, রবিবার, ০৪:০৮:০০ অপরাহ্ন


সিংড়ায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর ও পুত্রবধুর মৃত্যু
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২৪
সিংড়ায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর ও পুত্রবধুর মৃত্যু সিংড়ায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর ও পুত্রবধুর মৃত্যু


নাটোরের সিংড়ায় প্রতিবেশীর মাছ চাষের পুকুরে অবৈধভাবে সংযোগ দেওয়া বিদ্যুতের লাইন থেকে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর আক্কাস আলী ফকির ও পুত্রবধূ লাকি বেগম নামে একই পরিবারের দুইজনের  মৃত্যু হয়েছে। 

বুধবার (২৬ জুন) সকালে উপজেলার ছোট চৌগ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লাকি বেগম ছোট চৌগ্রামের  মোয়াজ্জেম ফকিরের স্ত্রী ও আক্কাস আলী ফকির একই এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে।

সিংড়া থানার ওসি আবুল কালাম ও এলাকাবাসী জানান, ছোট চৌগ্রামের  মাছ চাষি হামিদুল ইসলাম তার বাড়ি থেকে মানুষ চলাচলের রাস্তার  ওপর দিয়ে অবৈধভাবে অ্যালুমিনিয়ামের খোলা তার দিয়ে পুকুরে বৈদ্যুতিক লাইন টেনে নিয়ে যায়।

সকালে লাকি বেগম সেই রাস্তার পাশে গরুর গোবর তুলতে গিয়ে বৈদ্যুতিক লাইনের তারটি সরিয়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি লাকি বেগমের শ্বশুর দেখতে পেয়ে একটি বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সরিয়ে দিতে গেলে সেই তারটি ছিটকে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুইজনই মারা যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনার পর মৎস্যচাষি হামিদুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকাবাসী।

ওসি আবুল কালাম বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’