০১ Jul ২০২৪, সোমবার, ০৭:৩৮:২৭ পূর্বাহ্ন


বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
বাঘা প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৪
বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ


রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে হত্যা মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান মেরাজ-সহ ৭ আসামির একদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ জুন) দুপুরে আসামীদের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) মামলার তদন্ত কর্মকর্তা সোয়েব খান ২৩ জুন তাদের রিমান্ড আবেদন করলে আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাঘা থানা পুলিশের ভারভাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ মামলায় গ্রেফতার ৭ আসামিকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে, ২৩ জুন সংঘর্ষের ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদি হয়ে দ্রæত বিচার আইনে ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত বৃহস্পতিবার একদিনের রিমান্ড মুঞ্জুর করেন।  রিমান্ড শেষে শুক্রবার তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।

উল্লেখ্য, ২২ জুন সকাল ১০টার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী সমর্থক আহত হন। এরই মধ্যে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা বাবলু চারদিন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।