৩০ জুন ২০২৪, রবিবার, ০৪:৩৩:৪৮ অপরাহ্ন


সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২৪
সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট


নাটোরের সিংড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত  বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৬ জুন) বেলা ১১টায় পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাজেট সভায়  মোট ৬৫ কোটি ৯৩ হাজার ৩৩৯ টাকার বাজেট পেশ করেন  পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন।  এসময় পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস বলেন, স্থানীয় সরকারের সিংড়া পৌরসভাকে শক্তিশালী ও মডেল পৌরসভা গঠনে সুশাসন প্রতিষ্ঠা, সকল উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত কল্পে তৃণমূল পর্যায়ের জনগণকে সম্পৃক্ত করে টেকসই উন্নয়নই এ বাজেট সভার উদ্দেশ্য। 

বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, মহিলা ভাইসচেয়ারম্যান শামিমা হক রোজি, রাজশাহী কলেজের প্রক্তন অধ্যক্ষ প্রফেসর  ড. আশরাফুল ইসলাম, গোল-ই আফরোজ সরকারী কলেজের প্রাক্তন  অধ্যক্ষ প্রফেসর  আতিকুর রহমান প্রমূখ।  

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার প্যানেল মেয়র সঞ্জয় কুমার, সকল ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণ্যমাধ্যম কর্মী।