০২ Jul ২০২৪, মঙ্গলবার, ০২:৩৩:১৩ অপরাহ্ন


বাঘায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ৩০-০৬-২০২৪
বাঘায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার বাঘায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার


রাজশাহীর বাঘা হতে ২০৪ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারী মোঃ লিটন আলী (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৩০ জুন) দিবাগত রাত সোয়া ১২টায় বাঘা থানাধীন আলাইপুর হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কুখ্যাত মাদক কারবারী মোঃ লিটন আলী রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা (পালপাড়া) গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।

রোববার (৩০ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় গ্রেফতার কুখ্যাত মাদক কারবারী মোঃ লিটন আলী গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর গ্রাম নাদেরা সাকো (ব্রীজ) এর উপর ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ১২টায় সেখানে অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, মোঃ লিটন আলী পেশায় রিক্সাচালক। সে যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং সে একজন সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। 

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।