২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০২:২৮:৫৪ অপরাহ্ন


পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ৩০-০৬-২০২৪
পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার


রাজশাহীর পুঠিয়া হতে ৭৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-৫। শনিবার (২৯ জুন) রাত সাড়ে ৯টায় পুঠিয়া থানাধীন গন্ডগোহালী হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন গন্ডগোহালী গ্রামের মোঃ নূর ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩১), আঃ রহমানের ছেলে মোঃ সেলিম (৩৩) ও মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আইয়ুব আলী মন্ডল (৫২)। 

রোববার (৩০ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন গন্ডগোহালী গ্রামে আইয়ুব আলী মন্ডল এর বসত বাড়ীতে কতিপয় মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে ৭৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরূদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।