সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে ২৯০ বোতল ফেন্সিডিল-সহ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (২৭) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মিরপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ও নগদ ১,৮২০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (২৭), সে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ থানার পশ্চিম জগথা (এমপি পাড়া) এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে।
সোমবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২, সিরাজগঞ্জ ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।