১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৪৮:১৫ পূর্বাহ্ন


সিরাজগঞ্জে রং মিশিয়ে গরুর মাংস বিক্রির অপরাধে দুই দোকানিকে জরিমানা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২৩
সিরাজগঞ্জে রং মিশিয়ে গরুর মাংস বিক্রির অপরাধে দুই দোকানিকে জরিমানা সিরাজগঞ্জে রং মিশিয়ে গরুর মাংস বিক্রির অপরাধে দুই দোকানিকে জরিমানা


সিরাজগঞ্জে রং মিশিয়ে গরুর মাংস বিক্রির অপরাধে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের মিরপুর ওয়াপদা ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানে রঙের বোতল ও রং মেশানো মাংস পাওয়া যায়। পরে জুলমত আলী ও রেজাউল করিম নামের ওই দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে শহরের বড় বাজারে ওজনে কারচুপি, মূল্য তালিকা নিয়ে তদারকি করা হয়। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।