ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বুধবার (১৭ জুলাই) কোটাবিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ২ ছাত্রকে আটক করেছে। এদিন দুপুরে পীরগঞ্জ পৌরশহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে পীরগঞ্জ পৌর শহরে মিছিল বের করে কোটাবিরোধীরা। মিছিলটি পূর্ব চৌরাস্তায় আসলে তাদের বাঁধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে কোটাবিরোধীদের ধস্তাধস্তি হয়।
পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে শুভ শর্মা ও ওমি নামে ২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। শুভ শর্মা সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এবং ওমি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আনাম জানান, ধস্তাধস্তি হয়নি, কোটাবিরোধীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে তারা ২ জনকে আটক করেছে।