২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০২:০৩:৪১ পূর্বাহ্ন


গোদাগাড়ীতে ৬০ লাখ টাকার হেরোইন-সহ গ্রেফতার মাদক কারবারী কাওছার !
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৪
গোদাগাড়ীতে ৬০ লাখ টাকার হেরোইন-সহ গ্রেফতার মাদক কারবারী কাওছার ! গোদাগাড়ীতে ৬০ লাখ টাকার হেরোইন-সহ গ্রেফতার মাদক কারবারী কাওছার !


রাজশাহীর জেলার গোদাগাড়ীতে ৬০০ গ্রাম হেরোইন-সহ মোঃ কাওছার আলী (৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১১টায় গোদাগাড়ী থানাধীন চর আমতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ কাওছার আলী (৩২), সে গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ বারীনগর গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা গ্রামের পদ্মা নদীর ফুলতলা ঘাটে ৩জন মাদককারবারি হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইন-সহ ১জন মাদক কারবারীকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই মোঃ আব্দুস সামাদ ও সঙ্গীয় ফোর্স। 

তবে অপর দুইজন সহযোগী মাদককারবারি কালু শেখ, ও মোঃ শামিম হোসেন পালিয়ে যায়। এছাড়াও গ্রেফতার মোঃ কাওছার আলীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় বাংলাদেশ পাসপোর্ট আইনের মামলা রয়েছে।

এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।