০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ০৯:৩৭:১২ পূর্বাহ্ন


হল না ভিনিসিয়াস জুনিয়রের স্বপ্নপূরণ! ব্যালন জিতলেন স্পেনের রদ্রি
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৪
হল না ভিনিসিয়াস জুনিয়রের স্বপ্নপূরণ! ব্যালন জিতলেন স্পেনের রদ্রি ছবি: সংগৃহীত


বিশ্ব ফুটবলে হারানো আসন পুনরুদ্ধারে নেমেছে স্পেন। সাম্প্রতিক সময়ে স্প্যানিশ আর্মাডাদের সাফল্য সেই কথাই বলছে। উইরো কাপ জয়, ছোটদের বিশ্বকাপ জয়ের পর এবার ব্যালন ডি'অরও গেল স্পেনের ঘরে। ব্যালন ডি'অর জিতলেন স্পেনের রদ্রি। ফ্রান্স ফুটবল পত্রিকার বিচারে ২০২৪-র সেরা ফুটবলার হলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবালার।

বিগত কয়েক দিন ধরেই ব্যালন কে জিততে পারে তা নিয়ে চলছিল জোর চর্চা। অনেকেই একপ্রকার ধরেই নিয়েছিলেন ব্রাজিল তারকা রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র পাবেন এবারের ব্যালন। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় অঙ্ক। শোনা যায় ভিনি নয়, ব্যালন ডি'অর পেতে চলেছেন স্পেনেপ রদ্রি। অবশেষে সত্যি হল সেটাই। সেরার সেরা নির্বাচিত হলেন রদ্রি।

স্পেনের ইউরো কাপ জয়ের নায়ক ছিলেন রদ্রি। টুর্নামেন্টের সেরা প্লেয়ারও হন। এছাড়া ম্যাঞ্চেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মিডফিল্ডারের। গোটা মরশুমে ১২টি গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামে। আর ৬৪ বছর পর ব্যালন ডি'অর পেলেন কোনও স্প্যানিশ। শেষবার ১৯৬০ সালে এই পুরস্কার পেয়েছিলেন স্পেন।

প্রায় দুই দশক ধরে ব্যালন ডি'অরে দাপট ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনল্ডোর। কে কতবার এই পুরস্কার পায় তা নিয়ে ছিল লড়াই। মেসি অবশ্য ৮ বার পেয়ে রোনাল্ডোর থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। কিন্তু কিন্তু ১৬ বছর এই প্রথম পুরস্কারের কোনও বিভাগেই নাম ছিল না মেসি ও রোনাল্ডোর।