২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০১:১৩:৫৯ অপরাহ্ন


পূর্বধলায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাসায় ডাকাতি
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২২-১২-২০২৪
পূর্বধলায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাসায় ডাকাতি পূর্বধলায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাসায় ডাকাতি


পূর্বধলার হিরনপুরে অস্ত্রের মুখে জিম্মি করে আব্দুর রহমান নামে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৯ লাখ টাকা, বিদেশি মুদ্রা ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কারসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

শনিবার ভোরে পূর্বধলার হিরণপুর বাজার এলাকায় ব্যবসায়ী আব্দুর রহমানের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা গ্রিল কেটে বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে পারিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে বেঁধে রেখে মালামাল ও নগদ টাকা লুটপাট করে পালিয়ে যায়। ডাকতদল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে। 

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ও আলামত জব্দ করে। 

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে।