০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২২:১৯ অপরাহ্ন


জুলাই গণহত্যার পুরো বিষয়টি আমাদের হেড অফিস পর্যবেক্ষণ করছে: ভলকার তুর্ক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৪
জুলাই গণহত্যার পুরো বিষয়টি আমাদের হেড অফিস পর্যবেক্ষণ করছে: ভলকার তুর্ক ভলকার তুর্ক। ছবি: সংগৃহীত


জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। পুরো বিষয়টি তাদের হেড অফিস পর্যবেক্ষণ করছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় ভলকার তুর্ক বলেন, জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।  

এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, কোনো প্রতিশোধ নয়, আইনগতভাবেই জুলাই গণহত্যার ন্যায় বিচার করা হবে।

এরপরে বেলা পৌনে ১২টায় ভলকার তুর্ক বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে। বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

এর আগে, দুই দিনের সফরে সোমবার মধ্যরাতে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এই সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেনাপ্রধান ও বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে ভাষণ এবং ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলবেন ভলকার তুর্ক।

এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও ভলকার তুর্কের বৈঠক করার কথা রয়েছে। বুধবার সাড়ে ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলনও করবেন তিনি।