০৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ০৫:৩৫:০৫ পূর্বাহ্ন


মতিহারে ফেন্সিডিলসহ মো: হাবিবুর গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১৮-০৭-২০২৪
মতিহারে ফেন্সিডিলসহ মো: হাবিবুর গ্রেপ্তার মতিহারে ফেন্সিডিলসহ মো: হাবিবুর গ্রেপ্তার


রাজশাহী মহানগরীতে  ৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ হাবিবুর (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে আরএমপি'র মতিহার থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টায় মতিহার থানার সাতবাড়িয়া হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মোঃ হাবিবুর, রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার মো: রবকুলের ছেলে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় মতিহার থানার সাতবাড়িয়া  এলাকায় এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই সুনিরাম মুরমু ও তাঁর সঙ্গীয় ফোর্স সকাল সোয়া ৭টায় সেখানে অভিযান পরিচালনা চালিয়ে মোঃ হাবিবুরকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি'র মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।