০৫ মে ২০২৪, রবিবার, ০১:১৮:৩৪ অপরাহ্ন


ফিলিং স্টেশনে বিস্ফোরণ, কর্মচারী দগ্ধ
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৩
ফিলিং স্টেশনে বিস্ফোরণ, কর্মচারী দগ্ধ ফাইল ফটো


জয়পুরহাটের আক্কেলপুরে হঠাৎ বিকট শব্দে এলপিজি ফিলিং স্টেশনে গ্যাসের ট্যাংক বিস্ফোরিত হয়েছে। এ সময় আগুনে সাইফুল ইসলাম (৫০) নামে এক কর্মচারী দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (০৭ নভেম্বর) রাত ১০টার দিকে আক্কেলপুর পৌর শহরের চার মাথার মোড় এলাকার ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে দগ্ধ ওই কর্মচারীর নাম সাইফুল ইসলাম (৫০)। তিনি আক্কেলপুর পৌর শহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাইফুল ইসলামের প্রায় পুরো শরীর পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এলপিজি ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল ইসলাম বলেন, আমারা রাত ৯টার দিকে ডিউটি ছিল। সাইফুল দিনে ডিউটি করেছেন। আমি একটু দেরিতে এসেছি। সাইফুল আমাকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার আগে এলপিজি স্টেশনের পাইপ পরিষ্কার করছিলেন। এ সময় আমি বাইরে ছিলাম। হঠাৎ করেই এলপিজি ট্যাংক বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সাইফুলের শরীরে আগুন লেগে যায়।

আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাবিবুর রহমান বলেন, এলপিজি ফিলিং স্টেশনের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ফিলিং স্টেশনের কর্মচারী দগ্ধ হয়েছেন। আমরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি।

আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এলপিজির পাইপ ফিলিং স্টেশনের লিকেজ থেকে ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই কর্মচারী দগ্ধ হয়েছেন। তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।